সকল মেনু

কাউকে ছাড় দেওয়া হবে না – নড়াইল পুলিশ সুপার

unnamedউজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:  নড়াইলে হিন্দু সম্প্রদায়ে প্রধান উৎসব শারদীয় দূর্গাপুজা উৎযাপন উপলক্ষে আইন সৃংক্ষলা রক্ষায় ডিবি পুলিশের তৎপরতা চোখে পড়ার মত নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, কেউ কর্তব্যরত কাজে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না ।আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায়,বিষেস টিম সবসময় ১০টি মটরসাকেলে নাওয়া খাওয়া ভুলে দিন রাত পুজা মন্ডপ এ,এস,আই,হাসান,এ,এস,আই,আলমগীর,নারায়ন,শিমুল,শরিফ,বায়জিদ,মুরাদ,নেতৃতে,একটি,টিম সকাল থেকে কর্তব্যরত সকল সদস্যদেরকে নিয়ে আইন সৃংক্ষলা রক্ষায় একটি বিশেষ টহলদল  ইউনিয়ন ও পৌরসভার বিভিন পুজা মন্ডপ পরিদর্শন করেন। নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পরিদর্শনে গিয়ে প্রত্যেকটি পুজা মন্ডপ কমিটির সাথে আইন সৃংক্ষলা বিষয়ে কথা বলেন এবং কর্তব্যরত আনসার ও পলিশ সদস্যদেরকে সজাগ থাকার নির্দেশ দেন। তিনি যানান কেউ কর্তব্যরত কাজে অবহেলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না এবার নড়াইল জেলায় ৫শত ৩৮টি পুজা মন্ডপে দুর্গা পুজা উদযাপন হবে। এর মধ্যে  সদর উপজেলায় ২৩০, কারিয়ায় ১৬০, লোহাগড়ায় ১৪৮টি পুজা মন্ডপ। উল্লেখ এছাড়া জেলায় ৩৭টি পুজা মন্ডপে কার্ত্তিয়ানি পুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে ১১, লোহাগড়ায় ১৩ এবং কালিয়ায় ১৩টি।  দেবীর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হবে এ উৎসব এবং আগামী ১১ অক্টোবর হাজারো ভক্তের উপস্থিতিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top