সকল মেনু

কলম্বিয়ায় গেরিলা হামলায় ২১ সেনা নিহত

8আন্তর্জাতিক: ভেনিজুয়েলা সীমান্তের কাছে কলম্বিয়ান সেনাবাহিনীর একটি গোপন ঘাঁটিতে (অ্যামবুশ) দুর্বৃত্তদের হামলায় অন্তত ১৭ জন সেনা সদস্য নিহত হয়েছে। তবে বিচ্ছিন্নতাবাদী রেভুলেশনারি আর্মড গ্রুপ অব কলম্বিয়া (ফার্ক) নাকি ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) গেরিলারা এ হামলা চালিয়েছে এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। দেশটির পূর্বাঞ্চলের এই এলাকাগুলোতে বিচ্ছিন্নতাবাদী এই দু’টি সংগঠনেরই কার্যক্রম রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
অন্য দিকে, দেশটির দক্ষিণাঞ্চলে ফার্ক গেরিলাদের সঙ্গে সংঘর্ষে আরও অন্তত চারজন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া, বেশ কয়েকজন গেরিলা যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে সেনা কর্তৃপক্ষ। তবে পাঁচ দশকের সংঘাত নিরসনে সম্প্রতি কিউবায় সংলাপে বসেছে কলম্বিয়া সরকার ও ফার্ক গেরিলারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top