সকল মেনু

রক্তগঙ্গা বইয়ে দেব ভারতকে আক্রমণ করলে : রাজনাথ সিং

 rajnath_37998হটনিউজ ডেস্ক : ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক ইস্যুতে ফের পাকিস্তানের নাম না করে কড়া বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ পাকিস্তানকে চরম বার্তা পাঠিয়ে রাজনাথের মন্তব্য, ‘ভারত কখনই কাউকে প্রথমেই আক্রমণ করে না৷ কিন্তু, ভারতকে কেউ আক্রমণ করলে রক্তগঙ্গা বইয়ে যাবে৷’ গতকাল শনিবার রাজস্থানের মুনাবাও সীমান্ত পরিদর্শনের পর এমনই মন্তব্য করেন রাজনাথ৷
সীমান্ত পরিদর্শনের পর নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সীমান্তের পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারি সাহায্যের আশ্বাস দেন তিনি৷ সীমান্তে বিএসএফ কর্তাদের আশ্বস্ত করে রাজনাথ সিং জানান, সীমান্তে পরিকাঠামো উন্নয়ন ও সীমান্ত রক্ষায় নিয়োজিত জওয়ানদের সব ধরনের সমস্যায় পাশে থাকবে মোদী সরকার৷
এদিন রাজনাথের আরও বলেন, ‘আমরা অন্যের জায়গা দখল করতে যাই না৷ প্রয়োজনও পরে না৷ ভারত কাউকে প্রথমেই আক্রমণ করে না৷ এটাই আমাদের সংবিধান৷ কিন্তু,  কেউ যদি আমাদের উপর আক্রমণ করলে, তবে তার পরিণাম হাতেনাতেই মিলবে৷ বিপুল পরিমাণ গোলা-বারুদ খরচ করতে এক মুহূর্তে অপেক্ষা করতে হবে না৷ আমরা প্রতি-আক্রমণের জন্য সবসময়ই প্রস্তুত৷’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top