সকল মেনু

সিংহাসন ছাড়লেন বেলজিয়ামের রাজা

3আন্তর্জাতিক: বেলজিয়ামের রাজা দ্বিতীয় আলবার্ট আনুষ্ঠানিকভাবে সিংহাসন ছেড়ে ছেলে ক্রাউন প্রিন্স ফিলিপের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। দেশটির সপ্তম রাজা হিসেবে পার্লামেন্টে শপথ নিয়েছেন প্রিন্স ফিলিপ।
তিনি অক্সফোর্ড ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন এবং বিমান বাহিনীর একজন প্রশিক্ষিত পাইলট। ৫৩ বছর বয়সী ফিলিপ দায়িত্ব নিয়েই সংবিধান সমুন্নত রাখার অঙ্গীকার করেন।
সাংবিধানিক রাজশাসনের দেশ বেলজিয়ামে রাজার ভূমিকা কেবলই আনুষ্ঠানিক। রাজার অনেক দায়িত্বের মধ্যে অন্যতম কাজ হচ্ছে সাংবিধানিক সঙ্কট সামাল দেয়া। বেলজিয়ামের জাতীয় দিবসে প্রায় ২০ বছর পর রুগ্ন স্বাস্থ্যের কারণে আলবার্ট দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। রোববার সিংহাসন ত্যাগের সময় শেষ ভাষণে ইউরোপের প্রেরণার উৎস হয়ে থাকতে বেলজিয়ামের জন্য শুভ কামনা করেন ৭৯ বছর বয়সী বিদায়ী রাজা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top