সকল মেনু

খুবই বাজে ফিল্ডিং : বাংলাদেশের সামনে ৩১০ রানের টর্গেট

eng_37732ক্রীড়া প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা : বাজে ফিল্ডিংয়ের কারণে ৩১০ রানের টর্গেট বড় টার্গেটের চাপে এখন বাংলাদেশ। বেন স্টোকস’র অনবদ্য সেঞ্চুরি আর জস বাটলারের ঝড়ো অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ইংলিশরা করেছে ৩০৯ রান। অবশ্য এ চ্যালেঞ্জিং স্কোর টপেিক এ ম্যাচটি জিততে পারলেই ইংলিশদের বিপক্ষে হ্যাটট্রিক’ওয়ানডে জয়ের কীর্তিও গড়তে পারবে টাইগাররা। এর আগে আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ৩ ম্যাচ সিরিজের প্রথম খেলায় টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। আন্তর্জাতিক অভিষেকেই ব্যাট হাতে আলো ছড়ান তরুণ ব্যাটসম্যান বেন ডাকেট। তিনি ৬০ রানে আউট হওয়ার আগে চতুর্থ উইকেটে স্টোকসের সাথে ১৫৩ রানের পার্টনারশিপ গড়েন ২১ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।
এদিকে ম্যাচের গুরুত্বপূর্ণ ২টি ক্যাচ মিসের সুবাদে ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি উদযাপন করেন স্টোকস। ১০১ রান করে থামেন ২৫ বছর বয়সী এ অলরাউন্ডার। ৪২তম ওভারে মাশরাফি বিন মর্তুজার বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন তিনি। মাহমুদউল্লাহ-মোশাররফের ক্যাচ মিসে ব্যক্তিগত ৬৯ ও ৭১ রানে দু’বার জীবন পান স্টোকস। ৩১তম ওভারে তাসকিন আহমেদের বলে মিডঅনে সহজ ক্যাচটি ফেলে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ওভারেই মাশরাফির স্লোয়ারে ডিপ কাভারে হাওয়ায় ভাসানো ক্যাচটি হাতছাড়া করেন মোশাররফ হোসেন।
এর আগে অষ্টম ওভারে ইংল্যান্ডের দলীয় ৪১ রানের মাথায় বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন শফিউল ইসলাম। ১৬ রান করে মাশরাফি বিন মর্তুজার তালুবন্দি হন ওপেনার জেমস ভিঞ্চি। ১২তম ওভারের দ্বিতীয় বলে ৪১ রানে থাকা জেসন রয়কে সাব্বিরের ক্যাচে পরিণত করেন সাকিব আল হাসান। পরের ওভারেই রান আউটের ফাঁদে পড়েন ০ রানের জনি বেয়ারস্টো। শেষদিকে ৩৮ বল মোকাবেলায় ৪ ছক্কায় ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে মাঠ ছাড়েন বাটলার। ৫০তম ওভারের চতুর্থ বলে তিনি সাকিব আল হাসানের দ্বিতীয় শিকারে পরিণত হন। ইনিংসের শেষ বলটিতে ক্রিস উকসের ১৬ রান আউটে অষ্টম উইকেটের পতন ঘটে। দু’টি করে উইকেট নেন মাশরাফি, সাকিব ও শফিউল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top