সকল মেনু

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ম্যাথিউ: আতঙ্কে ফ্লোরিডাবাসী

_91553453_hi035735554_37695আন্তর্জাতিক ॥ হটনিউজ২৪বিডি.কম : হ্যারিকেন ম্যাথিউ-এর আঘাতে হাইতিতে ইতিমধ্যেই প্রাণ গেছে কমপক্ষে ২৩৮ জনের৷ ফ্লোরিডা সরকার জনগণের উদ্দেশ্যে কঠোর সতর্কবাণী দিয়ে বারবার বলেছে, ম্যাথিউ-এর গতিপথ থেকে দূরে চলে যেতে৷ বাহামা অতিক্রম করে ম্যাথিউ ক্রমশই তার শক্তি বৃদ্ধি করে এগিয়ে চলেছে ফ্লোরিডার দিকে৷ প্রায় দেড় লক্ষ মানুষ এই মুহুর্তে ঘরছাড়া৷ পাম বিচ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ম্যাথিউ-এর আক্রমণে৷ এই ঘূর্ণিঝড়ের তীব্রতা এতটাই যে তা ভেঙ্গে ফেলতে পারে বড় বড় বাড়িও৷ পশ্চিম পাম বিচের দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর-পশ্চিম দিকে ক্রমশই এগিয়ে চলেছে এই ঘূর্ণিঝড়৷আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন৷ ডিজনি ওয়ার্ল্ডেও প্রভাব পড়েছে এই ঘূর্ণিঝড়ের৷বৃহস্পতিবার অরল্যান্ডো পার্ক বন্ধ করে , শনিবার ফের তা খুলে দেওয়ার পরিকল্পনার কথাও জানা গিয়েছে৷ তবে সবই নির্ভর করছে পরিস্থিতির ওপর৷

এক হাজার  ন্যাশনাল গার্ড এবং ২ হাজার ৫০০ সৈন্যবাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে, পরিস্থিতির মোকাবিলার জন্যে৷ গতকাল বৃহস্পতিবার রাতে বাহামা ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হবে এমনটাই জানানো হয়েছে৷ স্কুল, বিশ্ববিদ্যালয়, সরকারী অফিসগুলিতে ইতিমধ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷ বাতিল করা হয়েছে বিমান উড্ডয়নও৷

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top