সকল মেনু

নডাইলে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করায় কান্তি মজুমদারের বিরুদ্ধে মামলা

imagesউজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: টেলিফোনে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করায় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে ৫ অক্টোবর (বুধবার) নড়াইলের আদালতে মামলা হয়েছে। নড়াইলের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল আজাদ মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ প্রদান দিয়েছেন এবং একই সাথে আগামী ২৬ অক্টোবর’১৬ তারিখ মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য করেছেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায় মামলার বিবরণে জানা যায়, গত ৭ আগষ্ট পল্লী সঞ্চয় ব্যাংকের একজন কর্মকর্তা জসীম সরকার ফেসবুকে প্রধানমন্ত্রী ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সচিব প্রশান্ত কুমারের ছবি দিয়ে তার নীচে লেখেন “ একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান মন্ত্রী ও প্রশান্ত কুমারের অবদান ” এতে ক্ষিপ্ত হয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার ঐ কর্মকর্তাকে টেলিফোনে বলেন ঐ “কুত্তার বাচ্চাদের কোন অবদান নাই, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান আমি, সব অবদান আমার” এ কথা বলার পরে জসিমউদ্দিন যখন বলে স্যার এই কথাগুলো আমার কাছে রেকর্ড করা আছে এই কথা শুনে উত্তরে মিহির মজুমদার গালি দিয়ে বলেন“ ঐ রেকর্ডগুলো ভর্তা বানিয়ে খাস, ইডিয়েট কোথাকার। মামলার বাদি বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর নড়াইল জেলা সাধারণ সম্পাদক  এম সাব্বির হোসেন জানান, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের এহেন বক্তব্যে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে, তার উন্নয়ন কর্মকান্ডকে তাচ্ছিল্য করা হয়েছে। দেশের সরকারী কর্মচারীদের এহেন আচরণ রাষ্ট্র প্রধানের অপমানের সামিল। এ সকল ঘটনার রেকর্ড প্রমানাদি তার কাছে আছে দাবী করে তিনি বলেন, আদালত চাইলে প্রমাণ হাজির করে অপরাধীর শাস্তি হইলে রাষ্ট্র ও সংবিধান সমুন্নত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top