সকল মেনু

কেশবপুরে সরকারী জমি দখলের অভিযোগ

unnamedকেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলার কাবিলপুর-সকসকেনপুর গ্রামে রাতের আধারে মন্দির নির্মাণ করে সরকারী জমি দখলের অভিযোগ পাওয়াগেছে। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলার কাবিলপুর-সকসকেনপুর গ্রামে সার্বজনীন পূঁজা মন্দিরের সামনে ১৫৯৪ ও ১৫৯৫ দাগের রাস্তা সংলগ্ন সরকারী জমি একই গ্রামের মৃত শশধর দাসের ছেলে সুনীল দাস, নিখিল দাস, নারায়ন দাস, অমল দাস ও কালিচরণ দাস এবং মৃত যতীন্দ্র দাসের ছেলে সঞ্জয় দাস ও আনন্দ দাস দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভোগদখল করে আসছে। তাদের এই অবৈধ দখলদারিত্ব বজায় রাখতে সরকারী জমির দক্ষিণ মাথার উক্ত মন্দিরের সামনে আর একটি মন্দির নির্মাণের উদ্যোগ নিলে কাবিলপুর-সকসকেনপুর সার্বজনীন পূঁজা মন্দিরের সভাপতি প্রবীর কুমার দাস গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর করেন। তারই প্রেক্ষিতে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা শরিফুল ইসলাম রবিবার বিকালে উক্ত মন্দিরের নির্মাণ নামে টিনসেটটি ভেঙ্গে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু টিনসেটটি না ভেঙ্গে রবিবার রাতের আধারে সেখানে দূর্গা পূঁজার প্রতীমা স্থাপন করে। এদিকে মহালয়ের পর দূর্গা প্রতীমা এক স্থান থেকে অন্য স্থানে স্থান্তারিত করায় সনাতন ধর্মালম্বীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এব্যাপারে অবিলম্বে সরকারী সম্পত্তি ছেড়ে ব্যক্তিগত সম্পত্তিতে মন্দির স্থান্তরের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সনাতন ধর্মালম্বীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top