সকল মেনু

কেশবপুরের ৫ হাজার খেজুরের চারা রোপন

 unnamedকেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের ঐতিহ্য খেজুরের গুড় বিলিন হওয়া থেকে রক্ষার উদ্দেশ্যে সোমবার উপজেলা উপজেলা পরিষদের অর্থায়নে  ৫ হাজার খেজুরের চারা রোপন করা হয়েছে। উপজেলার সাগরদাঁড়ি সড়কের দুই ধারে উক্ত খেজুরের চারা রোপন কাজ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, ফরেস্টার আলী আহম্মেদ চৌধুরী প্রমুখ। এসময় ৫ হাজার খেজুরের চারার সাথে ১ হাজার ঔষধি গাছের চারাও রোপন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top