সকল মেনু

কেশবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধ: কলেজ ছাত্রীসহ আহত ৪

unnamedকেশবপুর যশোর প্রতিনিধি:  কেশবপুর জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কলেজ ছাত্রীসহ ৪ জনকে কুপিয়ে আহত করেছে। আহত ব্যক্তিদের কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় রেজাউল ইসলাম বাদী হয়ে ৫জন সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি এজহার দায়ের করেছে। থানা অভিযোগ সুত্রে জানা গেছে কেশবপুর উপজেলায় কোমরপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে রেজাউল ইসলামের সাথে একই বজলে খাঁর ছেলে সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে রেজাউল ইসলামের কলেজ পড়ুয়া  মেয়ে রাজিয়া সুলতানা কোচিং ক্লাসের জন্য বাড়ি হতে বের হলে পূর্ব পরিকল্পিতভাবে ইকবাল হোসেনের নেতৃত্বে ১০/১২ জন তার পরিবারের উপরে হামলা চালিয়ে আহত করে। আহতরা হলেন রেজাউল ইসলাম (৪২), তার কন্যা রাজিয়া সুলতানা (১৭), ভাই শাহিন আলম (২৮), জিয়াউর রহমান (৩৫)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top