সকল মেনু

ফ্রেন্ডশিপ ভলিবল ম্যাচ খেলতে বিজিবি প্রতিনিধি দল ভারতে

unnamedযশোর প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যদের মধ্যে সোহার্দ্য-সম্প্রীতি জোরদার করতে বিজিবি’র ১৫ সদস্য’র একটি ভলিবল প্রতিনিধি দল ফ্রেন্ডশিপ ম্যাচ খেলতে ভারতে গেছেন। শনিবার (১অক্টোবর) বিকালে প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ১৫ সদস্যের ভলিবল দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির মেজর জয়নাল আবেদিন। আগামী ৪ অক্টোবর দিল্লিতে এ খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ৫ অক্টোবর তারা ম্যাচ শেষে ভারত থেকে ফিরে আসবেন বলে জানা গেছে। এর আগে প্রতিনিধি দলটি পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড পৌছালে ভারতের পেট্রাপোল বিএসএফের কোম্পানী কমান্ডার রবিন সিং তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে যান। ২৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লিয়াকত হোসেন জানান, দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে এই ফ্রেন্ডশিপ ম্যাচ সোহার্দ্য ও সম্প্রতি জোরদার করতে বড় ভুমিকা রাখবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top