সকল মেনু

শাহজালাল বিমানবন্দরে স্বর্ণালঙ্কার জব্দ

indexহটনিউজ ডেস্ক: রাজধানীর শাহজালাল বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে আসা এক যাত্রী থেকে ৩০০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দামি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ শুক্রবার সকালে এসব স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। যাত্রী ঘোষণা না দিয়ে গ্রিন চ্যানেল পার হয়ে যাওয়ার সময় জিজ্ঞাসাবাদে এগুলো জব্দ করা হয়। এই স্বর্ণ ব্যাগেজ সুবিধার সীমা ১০০ গ্রামের অতিরিক্ত হওয়ায় স্বর্ণালঙ্কারগুলো জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে আছে ৩৬ টি চেইন ও ৪ টি  আঙ্কটি। যাত্রীর নাম মো. চান মিয়া। পাসপোর্ট নম্বর বিএইচ ০১৪৩৭৬৭। তার বাড়ি কেরানীগঞ্জে। তিনি এয়ার এশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট- অক ০৭১ যোগে বৃহস্পতিবার রাত ১২ টায় শাহজালালে বিমানবন্দরে অবতরণ করেন। স্বর্ণালঙ্কার ছাড়াও এই যাত্রীর সঙ্গে আনা লাগেজ তল্লাশি করে ৩ টি ল্যাপটপ, ৩ টি ক্যামেরা, ৯ সেট স্মার্ট মোবাইল এবং ৮ কার্টন (১৬০০ শলাকা) আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ঘোষণাহীনভাবে জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top