সকল মেনু

কোটালীপাড়ায় মানববন্ধন ও তাল বীজ রোপন

kotalipara-photo-28-09-2016গৌরাঙ্গ লাল দাস,গোপালগঞ্জ প্রতিনিধিঃ ‘আসুন ধরিত্রীকে বাঁচাই’- এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করণ ও বৃক্ষরাজিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মানববন্ধন কর্মসূচি পালন ও তাল বীজ রোপন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার জহরেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির উদ্যোগে বিদ্যালয় চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

unnamedমানববন্ধন কর্মসূচিতে উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার আব্দুল মান্নান মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিটির সভাপতি কৃষ্ণকান্ত সরকার, সাধারণ সম্পাদক কাজী সাফায়েত হোসেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক নির্মালেন্দু ঢালী বক্তব্য রাখেন। মানববন্ধ কর্মসূচি শেষে বিদ্যালয় এলাকার পাঁচ কিলোমিটার রাস্তায় তিন হাজার তাল বীজ রোপন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top