সকল মেনু

বাগদাদে রমজানের রাতে বোমা হামলা, নিহত ৩২

2আন্তর্জাতিক: ইরাকের রাজধানী বাগদাদে শনিবার রাতে ইফতারের পর ধারাবাহিক বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত ও অপর ১০০ জনেরও বেশি লোখ আহত হয়েছে। নিরাপত্তা ও হাসপাতাল সূত্র জানিয়েছে, বাগদাদের শিয়া মুসলমান অধ্যুষিত বিভিন্ন এলাকায় পরপর ১০টি বোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয় বাগদাদের কেন্দ্রীয় কাররাদা এলাকায়, চারটি দক্ষিণ বাগদাদে, দুটি উত্তর বাগদাদে এবং দুটি এ ঐতিহাসিক নগরীয় পূর্ব অংশে বিস্ফোরিত হয়। এ সব বোমার বেশ কয়েকটি ছিল গাড়িবোমা। প্রতিটি বোমারই বিস্ফোরণ ঘটানো হয় ভিড়ের মধ্যে উদ্দেশ্যহীনভাবে। এতে হতাহতরা সবাই বেসামরিক নাগরিক যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছেন। 
শুক্রবার বাগদাদের একটি মসজিদে চালানো বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার একদিন পর এ পাশবিক হামলাগুলো চালানো হলো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top