সকল মেনু

ইলেক্ট্রিক্যাল ডিভাইস নিষিদ্ধ বিসিএস পরীক্ষা চলাকালে

bcs_35718হটনিউজ ডেস্ক : পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্তৃপক্ষ আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৩৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রিলিমিনারী টেস্ট চলাকালে যেকোন ধরনের ইলেক্ট্রিক্যাল ডিভাইস বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজ সোমবার পিএসসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বই, ক্যালক্যুলেটর, ব্যাগ ও সকল ধরনের ঘড়ি বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সময় দেখার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি বসানো হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা কোন প্রকার ইলেক্ট্রিক্যাল ডিভাইস বহন করলে পিএসসির বিধান মোতাবেক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এমনকি পরবর্তীতে তাদের পিএসসির অধীনে সকল পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হবে। প্রসঙ্গত ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে দুই ঘণ্টার বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top