সকল মেনু

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় বিএস এফ কর্তৃক শিবির নেতা আটক

unnamedলালমনিরহাট প্রতিনিধি:  গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশী নাগরিক মোঃ কামরুজ্জামান (২৫) এবং মোঃ মিজানুর রহমান (২৭), উভয়ের পিতা- মৃত আবু আব্দুল্লাহ, গ্রাম- মিঠাইবাড়ী, পোঃ- ইসলামপুর, থানা- পাটগ্রাম এবং জেলা- লালমনিরহাটদ্বয়কে পাটগ্রাম থানা পুলিশ কর্তৃক ধাওয়া করলে অত্র ব্যাটালিয়নের আওতাধীন ঝালংগী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪৫/১১-এস হতে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় প্রতিপক্ষ ৬১ ব্যাটালিয়ন বিএসএফ এর পানিশালা ক্যাম্পের টহল দল কর্তৃক আটক করে। এ ব্যাপারে গত ২৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১৮০০ ঘটিকা হতে ১৮১০ ঘটিকা পর্যন্ত বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে উক্ত ব্যক্তিদ্বয়কে ফেরত নিয়ে আসা হয়। পরবর্তীতে উল্লিখিত আসামীদ্বয়কে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, মোঃ কামরুজ্জামানের বিরুদ্ধে পাটগ্রাম থানায় ২০১৩ সালে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার দায়ে মামলা দায়ের করা আছে। পাটগ্রাম থানা সূত্র জানায় আটক দু-জনের মধ্যে একাধিক নাশকতা মামলার পলাতক আসামী কামারুজ্জামান। সে পাটগ্রাম উপজেলা শিবিরের সাবেক সভাপতি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top