সকল মেনু

জলঢাকায় গরুর হাটে গরু কোথায়!

unnamedএরশাদ আলম, নিলফামারী প্রতিনিধি : নিলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী পৌরসভার সব চেয়ে বড় গরুর হাট (জলঢাকা গরু হাটি) এ গরু হাটে গরু কোথায় ? গত রবিবার বিকাল ৩ টায় সরজমিনে জলঢাকা গরুর হাটে গেলে মাত্র ৪০-৫০টি গরু হাটে দেখা যায়। প্রত্যক্ষদর্শিরা জানান, আসন্ন বর্ষাকলে শরৎ ঋতুতে আশ্বিন মাসের এই দিনে সারা দিনের রিমঝিমঝিম বৃষ্টির কারনে অনেকে গরু হাটে আনতে পারে নি। বিক্রেতারা যেমনি অসুবিধায় পড়েছেন তেমনি দালালরাও পড়েছেন বিপাকে। অপরদিকে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হাট ইজারাদাররা। গরু বিক্রেতা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ছকমাল হোসেন (৬০) জানান, আকাশের অবস্থা ভাল নয়, আমার তিনটি গরু বিক্রি করার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে একটি গরু মাত্র হাটে এনেছি। গরু বিক্রেতা আমিনুর রহমানও বলেন, সারাদিনে এভাবে বৃষ্টি হলে গরু বিক্রি করব কিভাবে।  পৌর সভার ১ নং ওয়ার্ডের দালাল জাহিদুল ইসলাম জানান, বৃষ্টির কারণে হাট-টা হামার শ্যাষ হয়া গ্যালো। আশ্বিন মাসে এমন বৃষ্টি হয় কখনো দেখিনি। হাটের শেয়ারদার সদস্য তিতুমীর রহমান বলেন কোনদিন বৃষ্টি না হলেও বৃহস্পতিবার ও রবিবার পৌরসভায় বৃষ্টি হবেই, কারণ আজ হাট। হাট ইজারাদার আমজাদ হোসেন জানান, এভাবে সারাদিন বৃষ্টি হলে আজকের হাটে আমাদের ৫০-৬০ হাজার টাকা লোকসান গুনতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top