সকল মেনু

গত এক মাসে চাঁর শতাধিক লোক সাপের আক্রমণের শিকার হয়েছে

unnamedযশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে বন্যা কবলিত এলাকায় সাপ আতংকে নির্ঘূম রাত কাটাচ্ছে বানভাসীরা। সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে মুসলিম সম্প্রদায়ের লোকজন রাত জেগে প্রার্থনা ও হিন্দু সম্প্রদায়ের লোকজন পূজা অর্চনা করে চলেছেন। সরেজমিন জানা যায়, উপজেলার বন্যা কবলিত এলাকায় গত এক মাসে চাঁর শতাধিক লোক সাপের আক্রমণের শিকার হয়েছে। স্থানীয় ওঝা ও সঠিক চিকিৎসার ফলে কেউ মারা না গেলেও মারাতœক অসুস্থ হয়ে এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অনেকে। সাপের আক্রমণের বিষয় হিন্দু সম্প্রদায়ের লোকজন অনেকে বলছে এটা ‘জিন সাপ’। এ জন্য সাপের উপদ্রব থেকে বাঁচতে উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের নারীরা মনষাদেবীকে সন্তুষ্ট করতে মুক্তেশ্বরী নদীতে বিশেষ পূজা অর্চনার আয়োজন করে। তাছাড়া, এলাকার সকলে সম্মিলিত প্রচেষ্টায় কিভাবে এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায় তার সঠিক পথ খুজে চলেছেন। বন্যা কবলিত এলাকার প্রায় সকলেই সারা রাত জেগে সাপ আতংকে নির্ঘূম রাত কাটাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top