সকল মেনু

ঢাবিতে ২৩ সেপ্টেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু

du_34430শিক্ষা ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে শুরু হচ্ছে। এদিন ‘খ’ ইউনিটের পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে ১১টা পর্যন্ত। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা সিটি কলেজ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বদরুন্নেছা মহিলা কলেজ।
‘খ’ ইউনিটে ২,২৪১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৪ হাজার ৬০৬ জন।
এছাড়া ২০১৬-১৭ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ২৪ সেপ্টেম্বর। ‘চ’ ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১০ হাজার ২৪৩ জন।
পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন কোনও ইলেক্ট্রনিক্স ডিভাইস অথবা যন্ত্র বহন বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top