সকল মেনু

বাংলাদেশ ফেরত পাচ্ছে চুরির ১২০ কোটি টাকা

indexনিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: কেন্দ্রীয় ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভের ১২০ কোটি টাকা ফেরত পাচ্ছে বাংলাদেশ। ফিলিপাইনের ম্যানিলার একটি আদালতের আদেশে বাংলাদেশ এই অর্থ ফেরত পাবে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দেশটির সরকারি এক আইনজীবীর বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। এ বিষয়ে বিকেলে ৫টার দিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সাংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এর আগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি যাওয়ার ঘটনা ঘটে। যা নিয়ে গোটা বিশ্বে তোলপাড় হয়। চুরি যাওয়া অর্থের বেশির ভাগই চলে যায় ফিলিপাইনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top