সকল মেনু

বিএসএফের গুলিতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবক আহত

b-s-f_34159চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে  মো. আবির (২৩) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেলকুপি সীমান্তে আবির গুলিবিদ্ধ হন। আহত আবিরের ভাই আবদুর রশিদ জানান, আবিরসহ কয়েকজন গতকাল বিকেলে ভারত থেকে গরু আনার জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেলকুপি সীমান্তে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আবিরের গলার কাছে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় আবিরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল এহেসান জানান, তেলকুপি সীমান্তে তারকাঁটা কাটার সময় ভারতের ২৪ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের জওয়ানরা গুলি চালালে আবির গুলিবিদ্ধ হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top