সকল মেনু

মহাসড়ক অবরোধ যানবাহন চলাচল বন্ধ

images (6)রংপুর অফিস:রংপুর সিটি করপোরেশনের অবৈধ টোল আদায়ের প্রতিবাদে পরিবহণ মালিক ও শ্রমিকরা যানবাহন বন্ধ রেখে রংপুরের মর্ডান মোড়ে অবরোধ করে রাখে। এতে রংপুর-বগুড়া মহাসড়কের দুধারে শত শত যানবাহন আটকা পড়ে। শনিবার রাত সাড়ে ১০ টায় অবরোধ শুরু করে ।জেলা মোটর মালিক সমিতির সাধারন সম্পাদক মসিউর রহমান রাঙ্গা ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এমএ মজিদ জানান, রংপুর সিটি করপোরেশন অবৈধভাবে রংপুরের মর্ডান মোড়, সাতমাথা, মাহিগঞ্জ, মেডিকেল মোড়সহ ৩০টি পয়েন্টে নিয়ম বহির্ভুতভাবে জোর পুর্বক টোল আদায় শুরু করে। বিষয়টি মালিক ও শ্রমিক নেতারা সিটি করপোরেশন মেয়রকে অবহিত করলেও কোন কাজ হয়নি। এতে শ্রমিক ও মালিকরা  মর্ডান মোড় এলাকায় যানবাহন বন্ধ রেখে সড়ক অবরোধ করে রাখে। তারা জানান কোন পরিবহণের সুপারভাইজার টোল দিতে না চাইলে তাকে মারধরও করা হয়। বাস বা ট্রাক স্টান্ডে টোল আদায়ের নিয়ম থাকলেও সিটি করপোরেশন তা না মেনে রাস্তার মোড়ে মোড়ে দাড়িয়ে টোল আদায় করছে। রাত পৌণে ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।এব্যাপারে সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।কোতয়ালি থানার ওসি শাহাবুদ্দিন খলিফা জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। অবরোধ তুলে নিতে পরিবহন নেতাদের সাথে আলোচনা করা হচ্ছে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top