সকল মেনু

গোপালগঞ্জে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক

unnamedগৌরাঙ্গ লাল দাস,গোপালগঞ্জ প্রতিনিধি: জাতীয়  মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, দেশের উন্নয়ন, গনতন্ত্র, রাজনৈতিক, অর্থনৈতিক  সমাজিক স্থতিতিশীলতা ধ্বংস করতে দেশী বিদেশেীদের প্ররোচনায় একটি মহল দেশে  সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকান্ড চালাচ্ছে।  এটি একটি পরিকল্পিত দেশী ও আন্তর্জাতিক প্রয়াস। ধর্মের অপব্যাখ্যা করে যুব সমাজকে বিপথগামী করে  জঙ্গি বানানো হচ্ছে। এতে ইসলাম, গনতন্ত্র, উন্নয়ন রাজনীতি, অর্থনীতি ধ্বংস হচ্ছে। এ ব্যাপারে সরকার সজাগ রয়েছে। সরকারের সময়োপযোগী পদক্ষেপে আমাদের দেশে জঙ্গিবাদ মাথাচারা দিতে পারেনি।  ইতিমধ্যে বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত সৃষ্টি হয়েছে। মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সমন্বিত প্রয়াস ও সমাজিক আন্দোলনের মধ্যদিয়ে আমাদের সন্ত্রাস জঙ্গিবাদ রুখে দিতে হবে। “সন্ত্রাস  জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও বাংলাদেশ” এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আমাদের করনীয় শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপাপিনাথপুর কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনগন আয়োজিত এ আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাড. উম্মে রাজিয়া কাজল এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মোজাম্মেল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জালাল উদ্দিন, এএসপি সার্কেল আমিনুল ইসলাম, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ কাজী জুলকার নাইন সহ আরো অনেকে। আলোচনা সভায় গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চু সভাপতিত্ব করেন। তিনি আরো বলেন, মানবাধিকরা হচ্ছে মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। পাকিস্তান সৃষ্টির পর শাসকগোষ্ঠি আমাদের অন্ন,বস্ত্র, শিক্ষা, বাসস্থান চিকিৎসা নিয়ে বিমাতা সুলভ আচরণ শুরু হয়েছিলো। বঙ্গবন্ধু মানুষের অন্ন,বস্ত্র, শিক্ষা, বাসস্থান চিকিৎসা তথা মানবাধির নিশ্চিত করতে আজীবন লড়াই সংগ্রাম করেছেন। তিনি ৭১ এর ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহবান জানিয়ে স্বাধীনতার সংগ্রামের ডাক দেন। তাঁর ডাকে সাড়া দিয়ে আমরা ৯ মাসে দেশকে স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর সোনার বংলা আমারা গড়ে তুলতে পারনি।  আমরা ৭১ এর মতো ঘরে ঘরে দুর্গো গড়ে তুলে বাংলাদেশকে  জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলবো। তিনি বলেন, আপনাদের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে  মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। বিদেশে আমাদের মর্যাদা বেড়েছে। প্রধানমন্ত্রী জাতীসংঘের সহ¯্রাব্দ উন্নয় লক্ষ্যমাত্রা অর্জন করে দেশকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছেন। বাংলাদেশের মানুষের ক্ষুধা দারিদ্রতা দূর হয়েছে। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। তিনি মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। বাংলাদেশ প্রধানমন্ত্রীর  নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। জাতিসংঘ আমাদের বিরল সম্মান জানিয়ে প্রধানমন্ত্রীকে চ্যাম্পিয়ন অবদা আর্থ পুর¯কারে ভূষিত করেছে। বিদেশে গেলে তারা এখন আমাদের মর্যাদা ও সম্মান দেয়। বুধবার সন্ধ্যায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক গোপালগঞ্জের  টুঙ্গিপাড়া শেখ রাসেল দুঃস্থ শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।  তিনি সেখানে যান এবং কিছু সময় কাটান। তিনি  ওই কেন্দ্রের নিবাসীদের খোঁজ খবর নেন। এ সময় গোপালগঞ্জ সমাজ সেবা অধিদপ্তরের ডিডি সমীর মল্লিক, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, উপজেলা  নির্বাহী কর্মকর্তামোঃ শফিউল্লাহ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে কাজী রিয়াজুল হক টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top