সকল মেনু

প্রধানমন্ত্রী ৩ দেশে ১২ দিনের সফরে ঢাকা ছাড়লেন

hasina4_33455 হটনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দেশে ১২ দিনের সরকারি সফরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন। এই সফরে যুক্তরাজ্য-কানাডা ও যুক্তরাষ্ট্র যাবেন তিনি। আজ বুধবার সকাল ১০.৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আগামী ২৬ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

ঢাকা থেকে সরাসরি লন্ডনের উদ্দেশে যাত্রা করলেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছানোর পর ২২ ঘণ্টার যাত্রাবিরতি শেষে ১৫ সেপ্টেম্বর তিনি কানাডা যাবেন। সেখানে মন্ট্রিয়লে পঞ্চম বৈশ্বিক তহবিল পুনর্গঠন সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও দ্বি-পাক্ষিক একাধিক ইভেন্টে অংশ নেবেন।

১৬ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে অংশ নেবেন। নিউইয়র্ক ও ওয়াশিংটনে বেশ কয়েকটি কর্মসূচি সম্পন্ন করে ২৬ সেপ্টেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top