সকল মেনু

দুর্গাপুরে আদিবাসী কলেজ ছাত্রের পানিতে ডুবে মৃত্যু

unnamedবিজন কৃষ্ণ রায়, দুর্গাপুর(নেত্রকোনা): জেলার দুর্গাপুর পৌরসভার মোক্তারপাড়া নিবাসী উপজেলা এনজিও ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক ও পপি সিডস্ এর উপজেলা সমন্বয়কারী হাজং সুমন রায় বাবলু এর একমাত্র সন্তান ময়মনসিংহের এডভ্যান্স রেসিডেন্সিয়াল কলেজ এর প্রথম বর্ষের ছাত্র অর্নব হাজং(১৭) শনিবার বিকেলে পানিতে ডুবে মারা যায়। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসে বন্ধুদের সাথে পাহাড়ে বেড়াতে গিয়ে কুল্লাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী কোহিনুর সিরামিক ইন্ডাষ্ট্রির সাদা মাটি পাহাড় থেকে মাটি উত্তোলিত সৃষ্ট জলাশয়ে (নীল জলে) সাঁতার কাটতে গিয়ে শনিবার বিকেলে পানিতে তলিয়ে যায়। বন্ধুবান্ধবদের ডাক চিৎকারে শতশত লোকের উপস্থিতিতে প্রায় ৭ঘন্টা পর ময়মনসিংহ থেকে আগত ডুবুরী দল রাত্র ১২.০৫মিনিটে তার মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর নিজ বাড়ীতে নিয়ে আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। রবিবার সকাল ৯টায় স্থানীয় পৌর শশ্মান ঘাটে অর্নবকে হাজার হাজার লোকের উপস্থিতিতে দাহ করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, পৌর মেয়র হাজী আব্দুস সালাম, সাবেক পৌর মেয়র শুভেন্দু সরকার পিন্টু, প্যানেল মেয়র শিতল চন্দ্র সরকার, কাউন্সিলর মোঃ মশিউজ্জামান বাদল, এম.কে.সি.এম সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অপর্না দাস, বিজন কুমার ভট্রাচার্য্য, দুর্গাপুর প্রেসক্লাব শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top