সকল মেনু

এবার নতুন খতিব ৩৫ বছর পর হজের খুতবা দেবেন

new-sm20160910213359হটনিউজ ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর আরাফার দিন হজের খুতবার জন্য নতুন খতিব নির্বাচন করা হলো।এবার সৌদি আরবের গ্র্যান্ড মসজিদের ইমাম ও খতিব মুফতি ড. সালিহ বিন হুমাইদ আরাফার দিন হজের খুতবা প্রদান ও নামিরা মসজিদে ইমামতির জন্য নির্বাচিত হয়েছেন।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খের পদত্যাগের পর তিনি এ পদে স্থলাভিষিক্ত হলেন।

গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ ১৯৮১ সাল থেকে দীর্ঘ ৩৫ বছর যাবৎ হজের খুতবা দিয়ে আসছিলেন। স্বাস্থ্যগত কারণে শনিবার (১০ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন তিনি।

৬৭ বছর বয়সী নতুন খতিব দীর্ঘদিন ধরে মসজিদুল হারামের পেশ ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। মুফতি সালিহ বিন হুমাইদ সৌদি আরবের ক্ষমতাসীন মজলিসে শুরার একজন গুরুত্বপূর্ণ সদস্য।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top