সকল মেনু

কারখানায় আটকা পড়েছেন শতাধিক শ্রমিক

 

কারখানায় আটকা পড়েছেন শতাধিক শ্রমিক

অনলাইন রিপোর্টার॥ গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণে কারখানার ভেতরে শতাধিক শ্রমিক আটকা পড়েছেন। কেউ বলছে, আটকা পড়েছেন ৩শ শ্রমিক, আবার কেউ বলছে ৫শ। সঠিক সংখ্যাটা জানা নেই কারও। কিন্তু ভেতরে যারা আটকা পড়েছেন তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম বলেই মনে করছে এলাকাবাসী। কারণ, আগুন জ্বলছে প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে। কালো ধোঁয়ায় যেনো ভাসছে মৃত্যুর অশনি সংকেত। শনিবার সকাল পৌনে ১১টা পর্যন্ত টঙ্গী বিসিক শিল্পনগরীতে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় এলাকার বাতাস কালো ধোঁয়ায় ভরে উঠেছে। ধসে পড়েছে পাঁচতলা ভবনের একাংশ।

এলাকাবাসী জানায়, কারখানাটিতে তিন শিফটে ২১০০ লোক কাজ করেন। প্রতি শিফটে ৭০০ জন। ভোর সোয়া ছয়টায় যখন আগুন লেগেছে তখন নাইট শিফট মাত্র শেষ হয়ে সকালের শিফট শুরু হয়েছে। আগুন লাগার পর অধিকাংশ শ্রমিক বের হতে পারেননি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৯ জন। এই সংখ্যাটি শেষ পর্যন্ত কতো হবে তাই নিয়ে আতঙ্কিত স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ী আজিজ উদ্দিন বলেন, বয়লার যখন ব্লাস্ট হয়েছে এমন বিকট আওয়াজ হয়েছে যে, আমরা ভেবেছিলাম ব্রিজ ভেঙে পড়েছে। পরে দেখি পাঁচতলা কারখানাটি ভেঙে পড়েছে। ধারণা করছি, তিনশোর বেশি শ্রমিক ভেতরে আটকা পড়েছে। আজ শনিবার ভোরে টাম্পাকো ফয়েলস লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top