সকল মেনু

বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও কাপড় উদ্ধার

india-cloth.jpeg_5686কাঞ্চন কুমার,কুষ্টিয়া থেকে:কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, শাড়ী ও থ্রী-পিস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ -৩২ (বিজিবি) এর সদস্যরা।শুক্রবার সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি এ মালামাল উদ্ধার করা হয়। তবে এঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।কুষ্টিয়া বিজিবি-৩২ সেক্টরের জিএসটু মেজর নাহিদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাতক্ষীরা সীমান্ত হয়ে একটি ট্রাক (যার নং-যশোর-ড-১১-১০৪৩) বিপুল পরিমাণ ভারতীয় পণ্য নিয়ে কুষ্টিয়া অভিমুখে রওনা হয়েছে। ওই সংবাদের ভিত্তিতে মেজর নাজিদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল আগে থেকেই কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয়।এসময় রাস্তায় ব্যারিকেড দিলে ট্রাক চালক ব্যারিকেড ভেঙে কুষ্টিয়া অভিমুখে রওনা দেয়। পরে বিজিবির অভিযান দলটি পিছু নিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ ট্রাকটি আটক করে। উদ্ধারকৃত ওষুধ, শাড়ী ও থ্রী-পিসের মূল্য প্রায় সাত কোটি টাকা।

দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান বিজিবি সদস্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top