সকল মেনু

পার্বতীপুর-ঢাকা রেল রুটে ২টি ঈদ স্পেশাল চালু হয়েছে

unnamedরাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর): পার্বতীপুর-ঢাকা রেল রুটে ২টি ঈদ স্পেশালা ট্রেন আজ শুক্রবার থেকে চালু হয়েছে। ঈদ স্পেশাল ট্রেন ২টি শুক্রবার থেকে ঈদের আগের দিন সোমবার পর্যন্ত চলবে। আবার ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু হয়ে পরবর্তী ৭দিন পর্যন্ত চলচলা করবে বলে জানিয়েছেন পার্বতীপুরে কর্মরত স্টেশন মাষ্টার শোভন রায়। মাষ্টার জানান প্রতিটি ঈদ স্পেশাল ট্রেনে ৯টি কোচ সংযুক্ত থাকবে। ট্রেন দ্’ুটির প্রতিটিতে ৭৯৫ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। ভাড়া পার্বতীপুর-ঢাকার মধ্যে চলাচলকারী অন্যান্য আন্তঃনগর ট্রেনের সমপরিমাণ।
স্টেশন মাষ্টার আরও জানান, ঈদ স্পেশাল-১ প্রতিদিন ঢাকা কমলাপুরল স্টেশন থেকে ৫টা ২০মিনিটে ছেড়ে পার্বতীপুর এসে পৌছাবে রাত ২টা ৩০মিনিটে। অন্যদিকে, ঈদ স্পেশাল-২ প্রতিদিন সকাল ৬টা ৪৫মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে বিকেল ৩টা ৫০মিনিটে ঢাকায় গিয়ে পৌছুবে। উল্লেখিত ট্রেন দু’টির যাত্রাবিরতি থাকবে (স্টপেজ) ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কলেপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়াল ব্রীজ, উল্লাপাড়া, বঙ্গবন্ধু পশ্চিম, ও পূর্ব পাড়, মির্জাপুর, মৌচাক, জয়দেবপুর এবং বিমানবন্দর রেল স্টেশন। ঈদ স্পেশাল ট্রেন দু’টি পার্বতীপুর ও কমলাপুর রেল স্টেশনের মধ্যে ব্রডগেজ রেল পথে চলাচল করবে বলে রেল সূত্রে জানাগেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top