সকল মেনু

শুক্রবার মাঠে ফিরছেন রোনালদো

 
শুক্রবার মাঠে ফিরছেন রোনালদো
দীর্ঘ প্রতিক্ষা শেষে শুক্রবার ওসাসুনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাদ্রিদ ভক্তদের সুখবরটা নিজেই দিয়েছেন তিনবারের বর্ষসেরা তারকা।
গত জুলাই মাসে ইউরো ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পাওয়া ইনজুরিটা ভোগাচ্ছিল রোনালদোকে। গতকাল বৃহস্পতিবার নিজের নতুন পারফিউম উদ্বোধনের সময় সাংবাদিকদের রিয়াল তারকা বলেন, ‘হ্যাঁ, আমি ওসাসুনার বিপক্ষে খেলব।’
ইনজুরির কারণে লা লিগায় প্রথম দু’টি ম্যাচ খেলতে পারেননি রোনালদো। যদিও ওসাসুনার বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কিনা সেটা নিশ্চিত করেননি তিনি। ঝুঁকি না নিতে কোচ জিনেদিন জিদান হয়তো তাকে পুরো সময় খেলাবেন না।
গত মৌসুমে রিয়ালের জার্সিতে ৫১টি গোল করেন রোনালদো। টানা ষষ্ঠবারের মতো গোলের অর্ধশতক ছোঁয়ার অবিশ্বাস্য নজির গড়েন পর্তুগাল অধিনায়ক। দেশের হয়ে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোতে করেছেন তিনটি গোল। প্রথমবারের মতো পর্তুগালকে বড় কোন ট্রফি জয়ের আনন্দে বাসান তিনি। চলতি মৌসুমে আরো দুর্দান্তরূপে ফিরে আসার অনুপ্রেরণা খুঁজেন তিনবারের বর্ষসেরা তারকা।
মৌসুমটাও দুর্দান্ত শুরু করেছে রিয়াল। রোনালদোর অনুপস্থিতি সত্ত্বেও লা লিগায় প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়েছে জিদানের শিষ্যরা। দ্বিতীয় খেলায় নিজেদের মাঠে সেল্টা ভিগোর সঙ্গে ২-১ গোলের জয় পায় তারা। অবশ্য এর আগে উয়েফা সুপার কাপে সেভিয়ার কাছে ৩-২ গোলে হারে রিয়াল।-সকারওয়ে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top