সকল মেনু

সাত বছরের যাত্রায় মহাকাশ যান অসিরিস

 
সাত বছরের যাত্রায় মহাকাশ যান অসিরিস
গ্রহাণু বেন্নু পরীক্ষার জন্য মহাকাশ যান পাঠাল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সাত বছরের জন্য যাত্রা করা প্রোবটির নাম রাখা হয়েছে অসিরিস রেক্স। বৃহস্পতিবার ফ্লোরিডার স্থানীয় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে অসিরিসের যাত্রা শুরু হয়।
সাত বছর পর ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর উতাহ মরুভূমিতে ফিরে আসবে প্রোবটি। বেনু গ্রহাণুতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার উদ্দেশ্যেই অসিরিসকে পাঠানো হচ্ছে।
তবে গ্রহাণুতে প্রোব পাঠানোর ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১০ সালে ইতোকাওয়া নামে একটি প্রোব পাঠিয়েছিল জাপান। তবে মার্কিন বিজ্ঞানীরা আশা করছেন, তারা গবেষণার জন্য আরো অনেক বস্তু পাবে। অন্তত কয়েকশ গ্রাম। বিবিসি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top