সকল মেনু

দুই বছরে অষ্টম বৈঠকে মোদী ও ওবামা

 
দুই বছরে অষ্টম বৈঠকে মোদী ও ওবামা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে বৃহস্পতিবার লাওসে একটি বৈঠক হওয়ার কথা। এটি গত দুই বছরের মধ্যে শুধুমাত্র ওই দুই নেতার অষ্টম বৈঠক। উল্লেখ্য, আসিয়ান (এসোশিয়েসন অব সাউথ ইস্টার্ন ন্যাশনস) সম্মেলনে অংশগ্রহণের জন্য ওবামা ও মোদী দুজনই লাওসে গেছেন।
এর আগে গত রবিবার চীনে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করেন। সেই সময় ওবামা জিএসটি নামে পরিচিত কর সংস্কারের মাইলফলক অর্জনের জন্য মোদীর প্রশংসা করেছিলেন। দুই দেশের ওই দুই নেতা লাওসে এমন এক সময় বৈঠক করছেন, যখন ২০০৮ সালের মুম্বাই হামলা ও চলতি বছরের জানুয়ারিতে পাঠানকোর্টে হামলার জন্য দায়ী ব্যক্তিদের পাকিস্তানের খুঁজে বের করা ও শাস্তি দেয়ার ভারতীয় দাবির প্রতি যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে। খবর এনডিটিভির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top