সকল মেনু

সপ্তাহের শেষ দিন লেনদেনে প্রথম দেড় ঘণ্টায় ঊর্ধ্বগতিতে সূচক

 
সপ্তাহের শেষ দিন লেনদেনে প্রথম দেড় ঘণ্টায় ঊর্ধ্বগতিতে সূচক
সপ্তাহের শেষ দিনের লেনদেনে প্রথম দেড় ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারের সূচকই ঊর্ধ্বগতিতে। বৃহস্পতিবার বেলা ১২টা ৬ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০৭ পয়েন্টে আছে। ডিএসইতে হাতবদল হয়েছে ১৮৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।
লেনদেনে থাকা ২৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
এদিকে বেলা ১১টা ৪৮ পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৬২ পয়েন্টে উঠে। এ সময়ে হাতবদল হয়েছে ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার।
লেনদেনে থাকা ১৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৬৪টি ও অপরিবর্তিত রয়েছে ২৪ টির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top