সকল মেনু

স্বাভাবিক হচ্ছে টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল

 
স্বাভাবিক হচ্ছে টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হচ্ছে। এর আগে বৃহস্পতিবার ভোর চারটার দিকে ওই সড়কের করোটিয়ায় এলাকায় একটি লরি বিকল হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, অনেক গাড়ি পাটুরিয়া ফেরিঘাট দিয়ে পার না হতে পেরে বঙ্গবন্ধু সেতু দিয়ে আসছে। যে কারণে ঢাকামুখী রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। তাছাড়া কোরবানির পশু নিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসছে ট্রাক। ফিটনেসবিহীন গরুবাহী গাড়িগুলোর ধীরগতি সড়কে জট বাড়াচ্ছে।
টাঙ্গাইল জেলা পুলিশের ট্রাফিক পরিদর্শক (টিআই) এশরাজুল হক জানান,  সকাল থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top