সকল মেনু

পরীক্ষার ফল পুন:মূল্যায়নের দাবিতে যশোরে মানববন্ধন

imagesরিপন হোসেন, যশোর প্রতিনিধি :সদ্য প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের পরীক্ষার ফল পুন:মূল্যায়নের দাবিতে যশোরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সৃজনশীল পদ্ধতির ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়, সদ্য প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের পরীক্ষায় মাত্র ৪৫ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। যা সত্যিই অবিশ্বাস্য। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত নতুন নীতিমালার কারনেই শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। তারা দাবি করেন, পরীক্ষার পুন:মূল্যায়ন ও নতুন নীতিমালা বাতিলের। একই সাথে সৃজনশীল পদ্ধতির মাধ্যমে পাটদান ও পরীক্ষার জন্য পর্যাপ্ত না হওয়া পর্যন্ত এ পদ্ধতি বাতিল করতে। শনিবার সকালে তারা যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এসব দাবি করেণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top