সকল মেনু

আশুগঞ্জে আধুনিক নৌ-বন্দর স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর

pm-BBGG-220130720004813ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,হটনিউজটোয়েন্টিফোরবিডি.কম,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধুনিক নৌ-বন্দর স্থাপনের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (২০ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘‘বর্তমানে যে নৌ-বন্দর রয়েছে, তা উন্নত করে শুধু ভারতের সঙ্গে নয় বরং এশিয়ার দেশগুলো ও মালয়েশিয়ার সঙ্গে নৌ-যোগাযোগ স্থাপন করা হবে।’’সমাবেশে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘‘দেশে বিদ্যুৎ ঘাটতি মেটাতে বিদ্যুৎ আমদানির ব্যাপারে নেপাল, ভারত ও ভুটানের সঙ্গে আলোচনা চলছে।’’এসময় স্থানীয় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘‘এলাকায় টেস্ট রিলিফের (টিআর) গম দিয়ে হলেও বিদ্যুৎ বঞ্চিত এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করবেন।’’সকাল ১০টা ২৫ মিনিটে আশুগঞ্জে ১৩০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নতুন বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন ও একটি বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে তিনি সুধী সমাবেশে অংশ নেন।এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র চত্বরের ভেতর তৈরি হেলিপ্যাডে অবতরণ করে।দুপুর ১২টা ৩৫ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে ছিলেন- প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিকই ইলাহী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম ও বিদ্যুৎ সচিব মোনোয়ার ইসলাম।সুধী সমাবেশে আরো ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, আশুগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা ও ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদ সদস্য অ্যাডভোকেট সাইদুল হক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top