সকল মেনু

যশোরে বিজিবি কর্তৃক দুই কোটি টাকা মূল্যে পণ্য আটক

unnamedযশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারনে ঢাকাগামী ঈগল পরিবহন তল্লাশি করে রাতে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার গাড়ির যন্ত্রাংশ, ইমিটেশন, কসমেটিকস এবং চিকিৎসা সামগ্রি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসব পণ্য কর ফাঁকি দিয়ে ভারত হতে আমদানি করা হয়েছিল বলে বিজিবি জানায়। যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের  ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহম্মদ লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবি সদস্যরা ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোমরা সীমান্ত এলাকা থেকে অনুসরণ করে নাভারণ বাজারের কাছে থামান। বাসটি তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক দাম দুই কোটি টাকা। উদ্ধার করা মালামাল যশোর কাস্টমস গুদামে জমা করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top