সকল মেনু

রিশা হত্যায় ওবায়দুলের স্বীকারোক্তি

রিশা হত্যায় ওবায়দুলের স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন এ ঘটনায় হওয়া মামলার একমাত্র আসামি ওবায়দুল খান।

ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে সোমবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ওবায়দুল। জবানবন্দিতে তিনি বলেন, ‘আমি রিশাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সে আমার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাই তাকে ছুরিকাঘাত করি।’

ছয় দিনের রিমান্ড শেষ হওয়ার একদিন আগে সোমবার ওবায়দুলকে আদালতে হাজির করা হয়। এরপর জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার ওবায়দুলকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন। শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৫/৬ মাস আগে রিশা ও তার মা তানিয়া ইস্টার্ন মল্লিকা মার্কেটের ‘বৈশাখী টেইলার্সে’ কাপড় সেলাই করাতে যান। এ সময় তারা মা ওই দোকানের রসিদের রিসিভ কপিতে ফোন নম্বর দিয়ে আসেন। ওই টেইলার্সের কর্মচারী ওবায়দুল রিসিভ কপি থেকে ফোন নম্বর নিয়ে রিশাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত।

এরপর গত ২৪ আগস্ট রিশা ও তার বন্ধু মুনতারিফ রহমান রাফি পরীক্ষা শেষে স্কুলের সামনের ফুটওভারব্রিজ দিয়ে পার হওয়ার সময় রিশাকে প্রেমের প্রস্তাব দেয় ওবায়দুল। রিশা তা প্রত্যাখ্যান করলে তাকে ছুরিকাঘাত করা হয়। তিন দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রিশার মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা করেন।

গত বুধবার নীলফামারীর ডোমার থেকে ওবায়দুলকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জিজ্ঞাসাবাদের জন্য পরদিন আদালতের মাধ্যমে তাকে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ।

প্রকাশিত : ৫ সে

– See more at: https://www.dailyjanakantha.com/details/article/215470/%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%93%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%80%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF#sthash.5ZiTLTs3.dpuf

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top