সকল মেনু

নয়াপল্টনে ‘আসল বিএনপি’ কর্মীদের গণধোলাই

bnp logo

poltonরাজধানীর নয়াপল্টন এলাকায় কথিত ‘আসল বিএনপি’র মুখপাত্র কামরুল হাসান নাসিমের কর্মীদের ওপর হামলা চালিয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা। সোমবার বিকেল পৌনে ৩টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নাসিমের অনুসারীরা জোনাকি সিনেমা হল পার হয়ে নয়াপল্টনের দিকে যেতে চাইলে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর চড়াও হন। এ সময় নাসিমের বেশ কয়েকজন কর্মী গণধোলাইয়ের মুখে পড়েন। পরে নয়াপল্টন এলাকায় বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, চতুর্থ মহড়ার অংশ হিসেবে নাসিমের অনুসারীরা পলওয়েল মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে নয়াপল্টন বিএনপির কার্যালয়ের অভিমুখে রওনা করেন। এর আগেও তিনবার নয়াপল্টনের দিকে মিছিল নিয়ে আসলে হামলার মুখে পড়েন কথিত বিএনপির অনুসারীরা। পরে জোনাকি সিনেমা হল অতিক্রম করে নয়াপল্টনের দিকে আসতে চাইলে অপেক্ষমাণ বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দেন। এ ঘটনায় ওই সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে ‘আসল বিএনপি’ কর্মীদের মিছিলের সংবাদ শুনে দুপুর থেকেই নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপেক্ষা করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‘আসল বিএনপি’ কর্মীদের ওপর হামলার পর নয়াপল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেন অপেক্ষমাণ বিএনপি নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে সহ-সভাপতি জয়দেব জয়, আবু আতিক আল হাসান মিন্টু, যুগ্ম সম্পাদক মিয়া মো. রাসেল, বিএম নাজিম মাহমুদ, মুশফিকুর রহমান লেলিন, মির্জা ইয়াসিন, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারীর, মহানগর (পূর্ব) সভাপতি খন্দকার এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক প্রমূখ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top