সকল মেনু

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাপক নিরাপত্তা

image-35157-1472918060

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রায় কার্যকর করাকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে কাশিমপুর পর্যন্ত এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। আজ শনিবার বিকাল থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য এসব মহাসড়কে কয়েকটি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। রাস্তার পাশে মোড়ে মোড়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। রয়েছেন সাদা পোশাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গাজীপুরের পুলিশ সুপার হারুন আর রশিদ জানান, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে কারাগার পর্যন্ত শনিবার বিকাল থেকেই সড়কের প্রতিটি মোড়ে পুলিশ মোতায়েন আছে। উঁচু ভবনগুলোতে বিশেষ নজরদারি করা হয়েছে। গাজীপুরের পুলিশ সম্পূর্ণ নিশ্ছিদ্র নিরাপত্তা দিচ্ছে। তবে মহাসড়কের আশপাশে সব ধরনের যানবাহন ও সাধারণ মানুষ চলাচল রয়েছে স্বাভাবিক। দোকানপাটও খোলা রয়েছে। আজ রাতে টঙ্গী, গাজীপুর চৌরাস্তা থেকে কাশিমপুর কারাগার পর্যন্ত এ চিত্র দেখা গেছে। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে এখন ফাঁসির রায় কার্যকরের অপেক্ষায়। রাতে যে কোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top