সকল মেনু

হিলিতে বিজিবির ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

unnamedদিনাজপুর থেকে মো. নুরুন্নবী বাবু: দিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশ জয়পুরহাট-৩ বিজিবির অধিনে বাসুদেবপুর ক্যাম্পের সদস্যরা আমদানী-নিষিদ্ধ  ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার মো: রফিকুল ইসলাম জানান, ক্যাম্পের বিজিবি সদস্যরা শুক্রবার ভোর ৫.১০ টার সময় হাকিমপুর উপজেলার ডাংগাপাড়া ঈদগাঁ মাঠের পাকা রাস্তার উপর এক অভিযান চালিয়ে ৭৪৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। জব্দকৃত ফেন্সিডিল গুলো ধবংসের জন্য ব্যাটালিয়নের গুদামে জমা দেওয়া হয়। এ ব্যপারে জানতে চাইলে জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো: মোস্তাফিজার রহমান ঘটনা কথা স্বীকার করে বলেন মাদকসহ সকল প্রকার চোরাচালান সীমান্তে শূন্যের কোটায় আনতে আমাদের প্রতিরোধ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top