সকল মেনু

খুলনায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

095417Khun1_Kalerkantho_Pic

খুলনায় সৈকত হাসান রোহান (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে নগরীর পিটিআই মোড়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। রাত পৌনে ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত রোহান নগরীর মিস্ত্রিপাড়া এলাকার রূহুল আমিন পাইকের ছেলে। মাসখানেক আগে তিনি কারাগার থেকে বের হন।

খুলনা সদর থানার তদন্ত ইন্সপেক্টর ফরিদুল হক জানান, রোহান বুধবার রাত ১১টার দিকে নগরীর পিটিআই মোড় আহসান আহমেদ রোড এলাকায় অবস্থান করছিলেন। এ সময় এক দল দুর্বৃত্ত তার দুই হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। অভ্যন্তরীণ কোন্দল অথবা মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত রোহানের বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। খুলনা সদর জোনের সহকারী কমিশনার কণক কুমার দাস জানান, হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালানো হচ্ছে।

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল বলেন, রোহান ছাত্রলীগের মহানগর শাখার বিগত কমিটির নির্বাহী সদস্য এবং সরকারি মজিদ মেমোরিয়াল সিটি (এম এম) কলেজের ছাত্র ছিলেন। তবে এখনও রোহান ওই কলেজের ছাত্র আছে কি না তা নিশ্চিত নন বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top