সকল মেনু

ঢাকায় আজ ৫শ শয্যার হাসপাতাল উদ্বোধন করবেন -প্রধানমন্ত্রী

hasina1নিজস্ব প্রতিবেদক হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: শুক্রবার রাজধানীর মুগদাপাড়ার ঝিলপাড়ে উদ্বোধন হতে যাচ্ছে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ৫শ শয্যার জেনারেল হাসপাতাল।

বিকেলে নবনির্মিত এই হাসপাতালটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা: আ.ফ.ম রুহুল হক, এমপি এবং ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এমপি।নয় দশমিক ৫২ একর জায়গা নিয়ে হাসপাতালটির অবস্থান। অবকাঠামো নির্মাণে প্রকল্প ব্যয় প্রায় ১১০ কোটি টাকা।১৩ তলাবিশিষ্ট হাসপাতালে ১৫০টি কেবিন এবং ৩৫০টি সাধারণ বেড আছে। পূর্ণাঙ্গ এ হাসপাতালে সব ধরনের রোগের চিকিৎসা ও ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকবে।হাসপাতালে মেডিসিন, কার্ডিওলজি, গাইনি, ইএনটি, সার্জারি, অর্থোপেডিকস, শিশুবিভাগ সবকটি বিভাগ থাকছে।

হৃদরোগীদের জন্য অত্যাধুনিক সিসিইউ এবং সব ধরনের জরুরি ও মুমূর্ষু রোগীদের জন্য আইসিইউ রাখা হয়েছে। উদ্বোধনের পরই হাসপাতালটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

২০০৬ সালের ১৩ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top