সকল মেনু

রফিকুল হত্যার দায়ে এগার আসামির যাবজ্জীবন

imagesআদালত প্রতিবেদক :মুন্সিগঞ্জের ব্যবসায়ী রফিকুল ইসলামকে হত্যার দায়ে এগার আসামির যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এর ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মোহাম্মদ শফিউল্লাহ এ আদেশ দেন। দ-ত এ এগার আসামি পলাতক রয়েছেন। যাবজ্জীবন কারাদ- প্রাপ্ত পলাতক এ আসামিরা হলেন রিপন সরকার, আনার, আলী আহম্মদ, বাবুল মিয়া, নবী সরকার, সুরুজ মিয়া, ইউনুস মৃধা, আব সালাম, ফয়সাল মিয়া, দুলাল মিয়া ও ওয়াসিম। পলাতক এ আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়া মামলার দায় হতে ৪১ আসামিকে বেকসুর খালাস দেয় আদালত। রায় ঘোষণার পর মামলার বাদী শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন,‘আমি এ রায়ে খুশি নই। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। আমি এ আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাইনি।’ ২০১১ সালের ১৩ অক্টোবর মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার চরবলাকী গ্রামের দ-প্রাপ্ত আসামিরা রফিকুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে গজারিয়া থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top