সকল মেনু

দিনাজপুরে অবরোধ

unnamedদিনাজপুর থেকে মো. নুরুন্নবী বাবু: দিনাজপুরের কাহারোলের জয়নন্দ ডিগ্রী কলেজকে জাতীয় করন পূনঃ বহালের দাবীতে এলাকাবাসী ৫ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। কাহারোল উপজেলার জয়নন্দ ডিগ্রী কলেজকে জাতীয় করন পূনঃ বহালের দাবীতে এলাকাবাসী শনিবার সকাল ১০টায় হতে বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের জয়নন্দ হাট এলাকায় সড়ক অবরোধ করে।

unnamedঅবোরধ চলাকালে এলাকাবাসীর পক্ষে আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, আবুল হাসেম, সচিন্দ্র নাথ রায়, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন, শোভন রায়, পঙ্কজ রায়, নবাব ইসলাম, নরোত্তম রায়, কলেজ ছাত্রীদের পক্ষে বৃষ্টি রায়, আশা রায় প্রমুখ বক্তব্য রাখেন।

unnamed

অবরোধ চলাকালে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসলাম মোল্লা ডাবোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সত্যজিৎ রায়কে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালে তিনি দুপুর ১২টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনের মুখে অবরোধ কর্মসূচীকে সমর্থন জানিয়ে দাবী আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার আহব্বান জানান। এসময় বক্তাগন বলেন, বাংলাদেশ সরকার গত ৩০ জুন দেশের ১৯৯টি কলেজের সাথে জয়নন্দ ডিগ্রী কলেজ এর নাম জাতীয় করনের সিদ্ধান্ত গ্রহন করেন। তবে অজ্ঞাত কারনে একটি স্বার্থান্বেষী মহল বর্তমানে জাতীয় করন নিয়ে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কলেজটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। অবোকাঠামোর দিক থেকে কলেজটি অনেক এগিয়ে রয়েছে। তাই সরকারী নিয়ম অনুযাই জাতীয় করন পূর্ন বহালের দাবী জানানো হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top