সকল মেনু

জঙ্গীবাদ, নাশকতা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স- আইজিপি

unnamedগাজীপুর প্রতিনিধি: গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে বিকাল ০৩.০০ টায় ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাম্প্রতিককালে ঘটে যাওয়া জঙ্গী হামলা, বিগত সময়ে দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিপুল সংখ্যক ওলামা-মাশায়েখ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, পেশাজীবী, ছাত্র-শিক্ষক সহ সকল শ্রেণী পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জঙ্গীবাদের বিরুদ্ধে রাজবাড়ী মাঠে মানুষের ঢল নামে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ এ কে এম শহীদুল হক, বিপিএম, পিপিএম। উপস্থিত ছিলেন ডিআইজি ঢাকা রেঞ্জ এসএম মাহফুজুল হক নুরুজ্জামান বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম, পিপিএম(বার) ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আইজিপি বলেন, “যারা ইসলামের নামে সন্ত্রাস জঙ্গীবাদ, মানুষ হত্যার সাথে জড়িত তাদের কেউ জান্নাতে যাবে না। ইসলামে কোথাও নিরীহ মানুষ, নারী হত্যা, ইদগাহ মাঠে হামলা সমর্থন করে না। ইসলামের নামে অপপ্রচার রোধে আলেম ওলামা, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ইসলামে ভুল ব্যাখ্যা দিয়ে যাতে কাউকে জঙ্গী বানাতে না পারে এজন্য আলেম ওলামা সমাজ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন । আমরা সবাইকে সাথে নিয়েই জঙ্গীবাদ সন্ত্রাসমুক্ত সমাজ গড়বো   ”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top