সকল মেনু

টিন এজদের জন্য ফেসবুকের ‘লাইফস্টেজ’ অ্যাপ

facebook-2হটনিউজ২৪বিডি.কম : গোটা বিশ্বেই ফেসবুক এখন যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম। তাই এবার ফেসবুক ‘লাইফস্টেজ’ নামে নতুন অ্যাপ নিয়ে হাজির হয়েছে টিন এজারদের কথা ভেবে। এই অ্যাপ ব্যবহার করতে হলে বয়স হতে হবে একুশ বা তার চেয়ে কম। এই অ্যাপের জনকের বয়স মাত্র উনিশ বছর। তিনি আবার ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজারও। ১৯ বছর বয়সী প্রোডাক্ট ম্যানেজার মাইকেল সেম্যান নতুন এই অ্যাপের জন্ম দিয়েছেন। মাত্র তিনজন ইঞ্জিনিয়ার ও একজন ডিজাইনারকে সঙ্গে নিয়ে গত দু’বছর ধরে নতুন এই অ্যাপটি তৈরি করেছেন সেম্যান।

নতুন অ্যাপের কিছু তথ্য:
১. টিন-এজার বিশেষ করে হাইস্কুল পড়ুয়াদের জন্য ডিজাইন করা হয়েছে ‘লাইফস্টেজ’ নামে এই অ্যাপ।
২. এটি মূলত এক ধরনের ভিডিও ডায়েরি। এই অ্যাপের সাহায্যে স্কুলের পড়ুয়ারা ভিডিও প্রোফাইল তৈরি করতে পারবে।
৩. বায়ো তৈরি করতে টেক্সট-এর বদলে ব্যবহার করা যাবে ভিডিও। যে কোনো ভিডিও রেকর্ড করে প্রোফাইলে ‘অ্যাড’ করা যাবে।
৪. রয়েছে লাইক, ডিসলাইক, বেস্ট ফ্রেন্ডস অপশন।
৫. অন্তত ২০ জন ইউজার কোনো একটি স্কুলকে বেছে নিলে তবেই সেই স্কুলের পড়ুয়ারা একে অপরের প্রোফাইল দেখতে পারবে।
৬. একটি নির্দিষ্ট গ্রুপের মধ্যে ইউজাররা বিভিন্ন বায়োগ্রাফিক্যাল প্রশ্ন করতে ও উত্তর দিতে পারবে।

বিশেষজ্ঞরা বলছেন, জন্মলগ্নের নীতিকেই আঁকড়ে ধরে নতুন প্রজন্মের কাছে অপরিহার্য হতে চাইছে ফেসবুক। এই অ্যাপ কতটা জনপ্রিয় হয়, সেদিকেই এখন তাকিয়ে বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top