সকল মেনু

সন্ত্রাসী আক্রমনে পঙ্গু আওয়ামী লীগ কর্মী দেলোয়ার

4311_14034811_851119355018252_2274157759315139754_n নিজস্ব প্রতিবেদক :  দ্বারে দ্বারে ঘুরেও বিচার পাচ্ছে না  সন্ত্রাসী আক্রমনে আহত সদরপুরের আওয়ামী লীগ কর্মী দেলোয়ার। গত বছর ২৫ নভেম্বর হামলায় হয় তার ওপর। বর্তমানে দেলোয়ার পঙ্গুত্ব জীবন যাপন করছে। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়েনের মইজ উদ্দিন মাতুব্বর কান্দী গ্রামে। দেলোয়ারের সঙ্গে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি নিয়ে বিরোধ ছিলো চরনাছিরপুর শাজাহানের সঙ্গে। দুই জনই ওয়ার্ড আওয়ামী লীগের একই পদের প্রার্থী ছিলেন। দেলোয়ার এলাকায় জনপ্রিয় অন্যদিকে শাজাহারে পরিচিতি সন্ত্রাসী হিসেবে। দেলোয়ারের জনপ্রিয়তার সঙ্গে না পেরে শেষ পর্যন্ত তাকে হত্যা করতে সন্ত্রাসী বাহিনী নিয়ে আক্রমন চালায় শাজাহান। গত ২৫ নভেম্বর সন্ধ্যায় বাজার থেকে বাড়িতে যাবার পথে দেলোয়ারের ওপর আত্রমন করে শাজাহান (সাজা মাতু:), শহিদ, মনি, মজিবর-রোকন, সোহাগ, পচা, নিজাম, হজরত, গফুর, রনি, শুকুর মাতুব্বরসহ আরো কয়েকজন। তারা মৃত ভেবে ফেলে রেখে যায় দেলোয়ারকে। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। জীবনে বাচলেও চিরতরে পঙ্গু হয়ে যায় দলোয়ার। সদরপুর থানায় মামলা হয়। তবে পুলিশ মামলার কোন গুরত্ব দেয়নি। এছাড়া সে সময়ে চরনাছিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মজিবর মাদবর সন্ত্রাসী শাজাহানের পক্ষে নেয়ার কারনে অসহায় হয়ে পড়ে দেলোয়ার। ইতিমধ্যে বেচে থাকতে প্রায় তিন লাখ টাকা চিকিৎসার জন্য খরচ করতে হয়েছে তাকে। এখন চিকিৎসা করানোর মত টাকাও নেই। এছাড়া সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়নি। তারা ঘুরছে প্রকাশ্যে ,নতুন করে তারা দেলোয়ারকে হত্যার হুমকি দিচ্ছে। দেলোয়ার জানান,এখন পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top