সকল মেনু

ছাতকে যুক্তরাজ্য প্রবাসীর ২০০বান্ডিল ঢেউটিন বিতরন

unnamed ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের খাগামুড়া ফকির বাড়ি গ্রামের হযরত লাল শাহ (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মিলাদ মিয়া পীরের অর্থায়নে এলাকার ১০০জন গরীব-দু:খি পরিবারে ২০০বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার খাগামুড়া গ্রামের মাঠে ঢেউটিন বিতরন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন আব্দুল হান্নান। মাওলানা রইছ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হযরত লাল শাহ (রহ.) ফাউন্ডেশনের পরিচালক ও যুক্তরাজ্য প্রবাসী মিলাদ মিয়া পীর, ফাউন্ডেশনের সদস্য মাওলানা ময়নুল ইসলাম পীর, মুরব্বি রহিম উদ্দিন বসু, শওকতুল ইসলাম, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামছুল হক, মিজানুর রহমান, জয়নাল আবেদীন, ইউপি সদস্য আনোয়ার আলী, ইসলাম গনি প্রমূখ। সভাশেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ খাগামুড়া, পীরপুর ও মুক্তারপুর গ্রামের একশো অসহায় গরীব-দু:খি পরিবারে দুইশো বান্ডিল ঢেউটিন বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যে দেশের অসহায়-গরীবদের মাঝে বিভিন্ন অনুদান দিয়ে ব্যাপকভাবে প্রসংশিত হয়ে আসছেন প্রবাসীরা। এ জন্য সমাজ তাদের এঅনুদান কখনও ভূলবেনা। এক্ষেত্রে তিনি সকল প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top