সকল মেনু

নগরকান্দা শ্রী কৃষ্ণের জন্মষ্টমী ও বর্ণাঢ্য শোভা যাত্রা

unnamed নগরকান্দা থেকে লিয়াকত হোসেন: দ্বাপর যুগের সন্দিক্ষনে আবিভূত সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মষ্টমী। হিন্দু ধর্মবলম্বীদের বিশ্বাস অনুসারে পৃথিবী থেকে দূরাচারী-দুষ্টদের দমন আর সজনদের রক্ষার জন্যই মহবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবিভূত হয়ে ছিলেন। পাশবিক শক্তি যখন-সত্য-সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই অসুন্দরকে দমন করে মানুষকে রক্ষা এবং শুভ শক্তিকে প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবিরভাব ঘটে। হিন্দু পঞ্জিকা মতে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিনী নক্ষত্রের প্রধান্য হয় তখন জন্মষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়াল ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্যে-আগষ্ট থেকে মধ্যে- সেপ্টেম্বর মাসের কোন এক সময় পড়ে। এ উপলক্ষে সারাদেশের মত ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় সর্বস্তরের মানুষের অংশগ্রহনের মধ্যে দিয়ে ২৫ আগস্ট বৃহস্পতিবার মহাসমারোহে শুভ জন্মষ্টমী উৎসব পালন করা হয়। নগরকান্দা উপজেলা পূজা উদযাপন কমিটি উদ্দ্যেগে নগরকান্দা উপজেলা সদরে কেন্দ্রিয় কালিবাড়ী মন্দির থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা শহর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে- কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির প্রাঙ্গনে এসে আলোচনা সভা গীতা পাঠ এবং প্রসাদ বিতরণ করা হয়। কেন্দ্রীয় নগরকান্দা সদরের কালিবাড়ী মন্দিরের সভাপতি অধ্যাপক, মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বেলায়েত হোসেন মিয়া। নগরকান্দা পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া, নগরকান্দা পৌর কাউন্সিলর প্যানেল মেয়র ইউনুস সরকার, নিমাই সরকার, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিদুঃ চন্দ্র বিশ্বাস, নারায়ন চন্দ্র শীল, ডাক্তার রনদা প্রসাদ, বিপুল কুমার রায়, একেস্বর মালো, হরিস চন্দ্র দাস, হরিহর সাহা ,মনোরঞ্জন ভৌমিক. সিদ্ধিশ্বর মন্ডল,ডাঃ বিপ্লব কুমার ঢালী, ডাঃ গুরুপদ মালো, জীবন চন্দ্র শীল, নিরঞ্জন চন্দ্র দস্তিদার প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top